মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২

মেট্রোরেল দুর্ঘটনায় নিহত ১, আর্থিক সহায়তা-চাকরি দেওয়ার ঘোষণা

স্টাফ রিপোর্টার, ঢাকা | প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৫, ১৫:১৯

রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।ছবি: সংগৃহীত

ঢাকার ফার্মগেটে মেট্রোরেলের একটি পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে এক পথচারীর মৃত্যু হয়েছে। রোববার (২৬ অক্টোবর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার পরপরই রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি সাংবাদিকদের জানান, নিহত ব্যক্তির প্রতি সব ধরনের দায়-দায়িত্ব গ্রহণ করবে কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে পরিবারকে ৫ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। পাশাপাশি পরিবারে কর্মক্ষম কেউ থাকলে তাকে মেট্রোরেলে চাকরি দেওয়া হবে বলেও তিনি জানান।

ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) তথ্য অনুযায়ী, এ ঘটনার পর দুপুর সাড়ে ১২টার দিকে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। তবে কবে চালু হবে তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না।

তারা আরও জানায়, মেট্রোরেলের উড়ালপথের পিলারের সঙ্গে রাবারের এসব বিয়ারিং প্যাড সংযুক্ত থাকে, যেগুলোর ওজন প্রায় ১৪০-১৫০ কেজি। বিয়ারিং প্যাড ছাড়া ট্রেন চালালে উড়ালপথ দেবে যাওয়া বা স্থানচ্যুত হওয়ার ঝুঁকি থাকে। তাই নিরাপত্তার স্বার্থে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে।

উল্লেখ্য, এর আগে ১৮ সেপ্টেম্বর খামারবাড়ি এলাকায় মেট্রোরেল লাইনে একই ধরনের ঘটনায় বিয়ারিং প্যাড খুলে পড়ে। তখন আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত ১১ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top