রাজধানীর মেট্রোরেল ও ফ্লাইওভার বিয়ারিং প্যাডের গুণগত মান যাচাইয়ের জন্য কমিটি গঠনের রিট হাইকোর্টে

ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৫, ১৫:২৪

সংগৃহীত

রাজধানীর মেট্রোরেল এবং সব ফ্লাইওভার বিয়ারিং প্যাডের গুণগত মান নির্ণয়ের জন্য কমিটি গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

আজ সোমবার জনস্বার্থে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন রিটটি দায়ের করেন। রিটে মেট্রোরেল ও ফ্লাইওভার নির্মাণে ব্যবহৃত বিয়ারিং প্যাডের মান ঠিক আছে কি না তা যাচাই করার জন্য একটি কমিটি গঠনের দাবি করা হয়েছে।

সড়ক ও পরিবহন মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে রিটে। চলতি সপ্তাহে বিচারপতি ফাহমিদা কাদেরের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিটের ওপর শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।

 

নিফ্লা৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top