মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২

৯ দিনের বিশেষ নিরাপত্তা বলয়: কখন মাঠে নামছে সেনাবাহিনী?

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৫, ১৭:৫৩

সংগৃহীত

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বড় ধরনের নিরাপত্তা ব্যবস্থার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানিয়েছেন, নির্বাচন ঘিরে মোট নয় দিনের জন্য বিশেষ আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী মাঠে নামবে। এর মধ্যে নির্বাচনের আগে পাঁচ দিন, নির্বাচনের দিন এবং পরে তিন দিন কঠোর নিরাপত্তা বলবৎ থাকবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নির্বাচনের সময় প্রায় এক লাখ সেনাসদস্য মোতায়েন থাকবেন। এছাড়াও, ৩৫ হাজার বিজিবি, পাঁচ হাজার নৌবাহিনী, চার হাজার কোস্টগার্ড এবং প্রায় আট হাজার র্যা বের সদস্য মাঠে নামবেন। নির্বাচন ব্যবস্থাপনায় সবচেয়ে বড় ভূমিকা রাখবে সাড়ে পাঁচ লাখ আনসার বাহিনীর সদস্য, যাদের জন্য অস্ত্র ও বডি ক্যামেরারও ব্যবস্থা করা হচ্ছে। তিনি জোর দিয়ে বলেন, নির্বাচন খুবই শান্তিপূর্ণ হবে, এ নিয়ে সন্দেহের কোনো সুযোগ নেই।

সরকার পরিবর্তনের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা স্পষ্ট করেন, এটি কোনো ব্যক্তিবিশেষের কারণে নয়, বরং জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের কারণেই সরকার পতন ঘটেছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top