ডেঙ্গুতে প্রাণহানি ৪০০ ছাড়িছে

স্টাফ রিপোটার | প্রকাশিত: ৯ ডিসেম্বর ২০২৫, ১৬:৩৮

ডেঙ্গু

দেশে ডেঙ্গুতে মৃত্যুর মিছিল থামছে না। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০১ জনে।

একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে ৪২১ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। ফলে চলতি বছরে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৯৮ হাজার ৭০৫ জন।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, মারা যাওয়া তিনজনের মধ্যে দুজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বাসিন্দা এবং একজন বরিশাল বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) বাসিন্দা।

কোথায় কতজন আক্রান্ত

নতুন শনাক্ত ৪২১ জন রোগীর বিভাজন—

  • বরিশাল বিভাগ (সিটি করপোরেশন এলাকার বাইরে): ৬৪ জন

  • চট্টগ্রাম বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ৬৩ জন

  • ঢাকা বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ৭৩ জন

  • ঢাকা উত্তর সিটি করপোরেশন: ৭৫ জন

  • ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন: ৭২ জন

  • খুলনা বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ৩০ জন

  • ময়মনসিংহ বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ৩১ জন

  • রাজশাহী বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ১২ জন

  • রংপুর বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ১ জন

পুরুষ বেশি আক্রান্ত

নতুন আক্রান্তদের মধ্যে—

  • পুরুষ: ৬১.৫%

  • নারী: ৩৮.৫%

ছাড়পত্র পেয়েছেন ৫২৮ জন

গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতাল থেকে ৫২৮ জন রোগী ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছরে মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৬ হাজার ৭৬০ জন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top