শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২

ইনকিলাব মঞ্চ নেতা শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ড: হিউম্যান রাইটস ওয়াচের নিন্দা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২৫, ১৫:৩০

সংগৃহীত

নিউইয়র্কভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) বাংলাদেশে রাজনৈতিক সহিংসতা ও গণতান্ত্রিক ব্যবস্থার উপর এর প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। সংস্থার এশিয়া অঞ্চলের উপ-পরিচালক মীনাক্ষী গাঙ্গুলি শুক্রবার এক বিবৃতিতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডকে “ভয়াবহ ঘটনা” হিসেবে আখ্যায়িত করেছেন।

বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশে হামলা ও মব অ্যাটাকের ঘটনা উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। বিশেষ করে সাংবাদিকদের উপর হামলা, রাজনৈতিক ও সামাজিক কর্মীদের নিরাপত্তাহীনতা, এমনকি শিল্পী ও গায়ক-গায়িকাদের ওপরও সহিংসতার পরিবেশ তৈরি হচ্ছে। গাঙ্গুলি আরও উল্লেখ করেন, প্রথম আলো ও ডেইলি স্টারের অফিসে হামলা মতপ্রকাশের স্বাধীনতার জন্য গুরুতর হুমকি।

এইচআরডব্লিউ আশঙ্কা প্রকাশ করেছে, রাজনৈতিক সহিংসতা ও আইনের শাসনের ব্যর্থতা নতুন করে মানবাধিকার লঙ্ঘনের ঝুঁকি বাড়াচ্ছে। সংস্থা বাংলাদেশে দ্রুত হামলা বন্ধের পদক্ষেপ নেয়ার এবং আগামী ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে “স্বাধীন, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক” পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।

শরিফ ওসমান হাদি ২০২৪ সালের ছাত্র আন্দোলনের সময় আলোচনায় আসেন, যা তৎকালীন কর্তৃত্ববাদী সরকারের পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তার হত্যাকাণ্ড সাম্প্রতিক সহিংসতার ধারার অংশ হিসেবে দেখা হচ্ছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top