শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২

শহীদ হাদির জানাজায় লাখো মানুষের ঢল: অংশ নিলেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২৫, ১৫:৪৪

সংগৃহীত

সম্পন্ন হলো জুলাই বিপ্লবের অগ্রসেনানী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির নামাজে জানাজা। আজ শনিবার দুপুরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয় স্মরণকালের বৃহত্তম এই জানাজা।

জানাজায় অংশ নেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এছাড়াও বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা এবং লাখো ছাত্র-জনতা এতে শরিক হন। জানাজার আগে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা ও ধর্ম উপদেষ্টা।

জানাজার নামাজে ইমামতি করেন শহীদ হাদির বড় ভাই ড. আবু বকর সিদ্দিক। শোকাতুর পরিবেশে হাদির মরদেহ হৃদরোগ ইনস্টিটিউট থেকে এক বিশাল মিছিলের মাধ্যমে সংসদ ভবনে নিয়ে আসা হয়। গোটা এলাকা তখন ‘আল্লাহু আকবার’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে।

জানাজা শেষে হাদির মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সেখানেই জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে। পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top