বিমানবন্দর থেকে ৩০০ ফিট: রাজকীয় বাসে তারেক রহমানের যাত্রা
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২৫, ১৩:২৫
দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিন! ১৭ বছর পর প্রিয় মাতৃভূমির মাটি ছুঁলেন তারেক রহমান। কিন্তু বিমানবন্দরে নেমেই তিনি যা করলেন, তা দেখে উপস্থিত সবার চোখে জল।
আজ বেলা ১১টা ৪০ মিনিটে তারেক রহমানকে বহনকারী বিমানটি ঢাকার শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। ভিআইপি লাউঞ্জে তাকে স্বাগত জানান মির্জা ফখরুলসহ স্থায়ী কমিটির শীর্ষ নেতারা। সবার সাথে কোলাকুলি ও কুশল বিনিময়ের মাধ্যমে শুরু হয় এক নতুন অধ্যায়।
লাউঞ্জ থেকে বেরিয়েই তারেক রহমান খুলে ফেললেন জুতা। খালি পায়ে দাঁড়ালেন বাংলার সবুজ দুর্বা ঘাসে। পরম মমতায় একমুঠো মাটি হাতে তুলে নিয়ে অনুভব করলেন নিজ মাতৃভূমির ঘ্রাণ। শেকড়ের প্রতি এমন টান যেন দীর্ঘ নির্বাসনের সব কষ্ট ভুলিয়ে দিল।
এরপর তিনি নির্ধারিত লাল-সবুজ বাসে চড়ে রওনা হয়েছেন পূর্বাচলের ৩০০ ফিট এলাকার বিশাল সংবর্ধনা মঞ্চের দিকে। সেখানে অপেক্ষমাণ লাখো জনতার উদ্দেশ্যে তিনি দেবেন ঐতিহাসিক ভাষণ। এরপর তার গন্তব্য—এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা বেগম খালেদা জিয়া।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।