পঙ্গু হাসপাতালে যাচ্ছেন না তারেক রহমান: কারণ জানাল বিএনপি
হাদির কবরে শ্রদ্ধা জানিয়ে তারেক রহমানের মোনাজাত
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২৫, ১৪:১৬
দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে আজ প্রথমবার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম নেতা শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করেন তিনি।
আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে তারেক রহমান জাতীয় কবির সমাধিস্থলে পৌঁছান। সেখানে তিনি শহীদ ওসমান হাদির কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং মোনাজাত করেন। মোনাজাত পরিচালনা করেন হাদির বড় ভাই আবু বকর সিদ্দিক। এসময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের সিনিয়র নেতারা এবং ঢাবি উপাচার্য উপস্থিত ছিলেন। এরপর তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরেও শ্রদ্ধা নিবেদন করেন।
গত দুই দিনের মতো লাল-সবুজ বাসে নয়, আজ সাদা একটি গাড়িতে চড়ে এই কর্মসূচিতে অংশ নেন তিনি। তবে বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, জুলাই গণ-অভ্যুত্থানের আহত কোনো রোগী বর্তমানে না থাকায় তারেক রহমানের পঙ্গু হাসপাতালে যাওয়ার কর্মসূচি বাতিল করা হয়েছে। তার এই সফরকে কেন্দ্র করে শাহবাগ ও বিশ্ববিদ্যালয় এলাকায় বিজিবি, র্যাব ও পুলিশের কড়া নিরাপত্তা বলয় তৈরি করা হয়। কবর জিয়ারত শেষ করে তারেক রহমান সরাসরি আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে যান এনআইডি নিবন্ধনের জন্য।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।