শিক্ষাপ্রতিষ্ঠান ও শিশুপার্কের আশপাশে তামাক বিক্রিতে সর্বোচ্চ ৫ হাজার টাকা জরিমানা
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২৫, ১৩:১২
রাষ্ট্রপতি ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ জারি করেছেন। অধ্যাদেশটি মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে প্রকাশ করা হয়েছে। এটি ২০০৫ সালের ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন সংশোধন করে জারি করা হয়েছে।
অধ্যাদেশে বলা হয়েছে, কোনো ব্যক্তি শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিক, খেলাধুলার স্থান ও শিশু পার্কের সীমানার ১০০ মিটারের মধ্যে তামাক ও তামাকজাত দ্রব্য বিক্রি করবেন না বা করাবেন না। সরকার বা স্থানীয় সরকার প্রতিষ্ঠান চাইলে সীমার পরিধি বাড়ানোর অধিকার রাখবে।
বিধান লঙ্ঘন করলে ব্যক্তি সর্বোচ্চ ৫ হাজার টাকা জরিমানা শাস্তির মুখে পড়বেন। দ্বিতীয়বার বা বারবার লঙ্ঘনের ক্ষেত্রে দ্বিগুণ হারে জরিমানা বা শাস্তি প্রদান করা হবে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।