সোমবার, ১২ জানুয়ারি ২০২৬, ২৯ পৌষ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাতিলের আপিল শুনানি চলছে

স্টাফ রিপোর্টার । ঢাকা | প্রকাশিত: ১২ জানুয়ারী ২০২৬, ১১:২৯

ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাই সংক্রান্ত প্রার্থিতা বাতিলের আদেশের বিরুদ্ধে আপিল শুনানি তৃতীয় দিনে চলছে। নির্বাচন কমিশন (ইসি) রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে করা এসব আপিলের শুনানি সোমবার (১২ জানুয়ারি) কমিশনের ভবনে পরিচালনা করছে।

ইসি জানিয়েছে, আজ ১৪১-২১০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হচ্ছে। সকাল ১০টায় শুরু হওয়া এই কার্যক্রম বিকেল ৫টা পর্যন্ত চলবে।

শুনানির দ্বিতীয় দিনে (রোববার) ৫৮টি আপিল মঞ্জুর করা হয়েছে। এ সময় ৭টি আপিল না-মঞ্জুর হয় এবং ৬টি আপিল অপেক্ষমাণ রাখা হয়। প্রথম দিন ৫২টি আপিল মঞ্জুর করা হয়েছিল। এর মধ্যে ৫১ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয় এবং একজন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়। এছাড়া প্রথম দিনে ১৫ জন প্রার্থীর আপিল না-মঞ্জুর হয় এবং তিনজনের আপিল বিবেচনাধীন রাখা হয়।

এদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top