ইনোভেশন কনসাল্টিংয়ের জরিপ
কে হবেন পরবর্তী প্রধানমন্ত্রী ?
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩১ জানুয়ারী ২০২৬, ১২:২৪
বেসরকারি পরামর্শক প্রতিষ্ঠান ইনোভেশন কনসাল্টিং পরিচালিত ‘পিপলস ইলেকশন পালস সার্ভে (পেপস)’ অনুযায়ী, জনগণের ৪৭.৬ শতাংশ মনে করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান হতে পারেন বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী। এর বিপরীতে ২২.৫ শতাংশ মানুষ মনে করেন জামায়াতের আমির শফিকুর রহমান, আর ২.৭ শতাংশ মনে করেন নাহিদ ইসলাম প্রধানমন্ত্রী হবেন। ২২.২ শতাংশ মানুষ এখনও সিদ্ধান্তহীন।
জরিপে দেখা গেছে, বিএনপি ৫২.৮ শতাংশ ভোট পেতে পারে, জামায়াত ও তাদের জোট ৩১ শতাংশ ভোট পেতে পারে। অন্যদিকে ১৩.২ শতাংশ উত্তরদাতা তাদের পছন্দ প্রকাশ করেননি।
ভোটার উপস্থিতি নিয়েও জরিপে পাওয়া গেছে ইতিবাচক ফল। ৯৩.৩ শতাংশ মানুষ জানিয়েছেন, তারা ফেব্রুয়ারির নির্বাচনে ভোট দেবেন। এছাড়া গণভোটে ৬০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’-এর পক্ষে মত দিয়েছেন।
ইনোভেশন কনসাল্টিংয়ের ব্যবস্থাপনা পরিচালক রুবাইয়াৎ সারওয়ার জানিয়েছেন, রাউন্ড-৩ জরিপে নির্বাচনের ইচ্ছা ও পরিবেশ, ভোট দেওয়ার সিদ্ধান্ত এবং দলীয় পছন্দ বিষয়ক তথ্য সংগ্রহ করা হয়েছে। প্রতিবেদনে দেখা গেছে, আগের সিদ্ধান্তহীন ভোটারদের অনেকেই বিএনপির দিকে ঝুঁকেছেন।
জরিপে বলা হয়েছে, বিএনপি-জোটের সম্ভাব্য বিজয়ী হিসেবে ৫২.৯ শতাংশ ভোটার স্থানীয় প্রার্থীকে বেছে নেয়ার সম্ভাবনা দেখাচ্ছেন। জামায়াতের সম্ভাব্য বিজয়ীর সংখ্যা তুলনায় কম, এবং অনেক ভোটার এখনও নিশ্চিত নন।
সূত্র: ইনোভেশন কনসাল্টিং, পিপস জরিপ
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।