পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজনের দাবি চরমোনাই পীরের
সুজন হাসান | প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৪১

সংস্কারের ভিত্তিতে জাতীয় নির্বাচন ও ৫ দফা দাবিতে যুগপৎ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীতে কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) বলেন, “জুলাই সনদ বাস্তবায়ন না হলে দেশের ত্যাগ ও রক্তের দায় পূরণ হবে না। সংস্কার ও বিচারের আইনি ভিত্তি নিশ্চিত না করে শুধু নির্বাচনকে অগ্রাধিকার দেওয়া হলে বাংলাদেশ আবারও অশুভ বন্দোবস্তে পতিত হবে।”
তিনি অভিযোগ করেন, জুলাই অভ্যুত্থান ছিল জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা নিশ্চিত করার আন্দোলন। কিন্তু ১৪ মাস পার হলেও সনদটি আইনিভাবে কার্যকর হয়নি।
পীর সাহেব চরমোনাই বলেন, আওয়ামী লীগের অপরাধ সাধারণ রাজনৈতিক অপরাধ নয়; বরং মাফিয়াদের মতো সংঘবদ্ধ অপরাধ। জেলা পর্যায়ে ট্রাইব্যুনাল গঠন, বিদেশে পালিয়ে থাকা অপরাধীদের দেশে ফিরিয়ে আনা এবং পাচারকৃত অর্থ উদ্ধারে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি।
জাতীয় পার্টি সম্পর্কে তিনি বলেন, “দলটি দীর্ঘদিন ফ্যাসিবাদের সহযোগী ছিল এবং জালিয়াতিপূর্ণ নির্বাচনের বৈধতা দিয়েছে। বিচার চলাকালে তাদের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।”
তিনি প্রচলিত প্রথম-প্রবেশ-প্রথম-জয়ী (FPTP) পদ্ধতির পরিবর্তে পিআর (Proportional Representation) পদ্ধতিতে নির্বাচন আয়োজনের দাবি জানান। একইসাথে সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে নিরপেক্ষ রাখার ওপর গুরুত্ব দেন।
ইসলামী আন্দোলনের ৫ দফা দাবি
১. জুলাই সনদের ভিত্তিতে জাতীয় সংসদ নির্বাচন।
২. নির্বাচন পিআর পদ্ধতিতে আয়োজন।
৩. সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত।
৪. গণহত্যার বিচার দৃশ্যমান করা।
৫. বিশেষ ট্রাইব্যুনালে ভারতীয় তাবেদার ও ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের বিচার; বিচার চলাকালে তাদের কার্যক্রম নিষিদ্ধ।
ঘোষিত কর্মসূচি
১৮ সেপ্টেম্বর: ঢাকায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল।
১৯ সেপ্টেম্বর: বিভাগীয় শহরে বিক্ষোভ।
২৬ সেপ্টেম্বর: জেলা-উপজেলায় বিক্ষোভ মিছিল।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, “আমাদের আন্দোলন কোনো দলের বিরুদ্ধে নয়; বরং জুলাই অভ্যুত্থানের রক্তের প্রতি দায়বদ্ধতা থেকেই। দাবী আদায় না হওয়া পর্যন্ত ধারাবাহিক কর্মসূচি চলবে এবং ধীরে ধীরে আরও কঠোর হবে।”
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।