মধ্যনগর যুবদল নেতা রায়হান উদ্দিন সোহেলকে কারণ দর্শানোর নোটিশ

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৪২

ছবি: সংগৃহীত

মধ্যনগর উপজেলা যুবদল নেতা রায়হান উদ্দিন সোহেলের বিরুদ্ধে সংগঠনবিরোধী কার্যকলাপের অভিযোগ আনা হয়েছে। এ কারণে তাঁকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা যুবদল।

গত শনিবার জেলা যুবদলের দপ্তর সম্পাদক শাহ আলম স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ নোটিশ পাঠানো হয়। রায়হান উদ্দিন বর্তমানে উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

মানববন্ধনে অভিযোগ

গত ৮ সেপ্টেম্বর উপজেলার বংশীকুণ্ডা বাজারে আয়োজিত এক মানববন্ধনে রায়হানের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলা হয়। স্থানীয় নওয়ানগর গ্রামের ভুক্তভোগীরা দাবি করেন, রায়হান তাঁদের রেকর্ডভুক্ত জমি দখলের চেষ্টা করেছেন। এতে বাধা দিলে তাঁদের হুমকি ও হামলার শিকার হতে হয়েছে।

এ ছাড়া তাঁর বিরুদ্ধে ভুক্তভোগীদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগও ওঠে। মানববন্ধন থেকে রায়হানের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

জেলা যুবদলের অবস্থান

এ ঘটনায় বিষয়টি জেলা যুবদলের দায়িত্বশীল নেতাদের নজরে আসে। পরে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী রায়হান উদ্দিন সোহেলকে সংগঠনবিরোধী কার্যকলাপের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top