এনসিপি শাপলা প্রতীক পাচ্ছে না
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৫:০১

নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের চাওয়া শাপলা প্রতীক পাচ্ছে না। প্রতীকের নির্ধারিত তালিকায় শাপলা নেই, তাই দলকে বিকল্প প্রতীকের প্রস্তাব দিতে হবে।
আখতার আহমেদ বলেন, “আমাদের ১১৫টি প্রতীকের তালিকায় শাপলা নেই। নিয়ম অনুযায়ী রাজনৈতিক দলকে নির্ধারিত তালিকার ভেতর থেকেই প্রতীক নিতে হয়। তাই এনসিপি চাইলে অন্য কোনো প্রতীক বেছে নিতে হবে।”
তিনি আরও জানান, রাজনৈতিক দলগুলোর নিবন্ধন প্রক্রিয়া চলমান, এবং প্রতীক সংক্রান্ত সমন্বয় কার্যক্রম ইতোমধ্যে এক ধাপ এগিয়েছে।
ইসি আগামী ২৮ সেপ্টেম্বর থেকে সুশীল সমাজ, শিক্ষক, নারী নেত্রী, সাংবাদিক, রাজনৈতিক দল ও নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে ধারাবাহিক সংলাপ শুরু করবে। এছাড়াও প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রমও এগিয়ে যাচ্ছে।
ইসি গত বছর তফসিলে নতুন ৪৬টি প্রতীক যুক্ত করে, যা যোগ হওয়ার পর মোট প্রতীকের সংখ্যা দাঁড়িয়েছে ১১৫টি। বর্তমান তালিকায় রয়েছে, যেমন: আপেল, আনারস, কোদাল, ট্রাক, মোড়া, টেলিফোন, রকেট, বই, রিক্সা, গরুর গাড়ী, টেলিভিশন, লিচু, একতারা, বাইসাইকেল, নৌকা, ময়ূর, কম্পিউটার, ফুটবল, মোবাইল ফোন, হাতি, হেলিকপ্টার ইত্যাদি।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।