সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২

ঢাকা-৮ হাদির আসনে লড়বেন নাসীরুদ্দীন পাটওয়ারী

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২৫, ১৭:২৯

সংগৃহীত

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ (রমনা-মতিঝিল) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

সোমবার (২৯ ডিসেম্বর) জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের পক্ষ থেকে তিনি মনোনয়ন ফরম জমা দেন।

এর আগে নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা-১৮ আসন থেকে নির্বাচন করার উদ্দেশ্যে এনসিপির পক্ষ থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। তবে শেষ পর্যন্ত ঢাকা-৮ আসনেই প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নেন তিনি।

উল্লেখ্য, ঢাকা-৮ আসন থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি ইতোমধ্যে আলোচনায় রয়েছে। এ ছাড়া সম্প্রতি দুর্বৃত্তের গুলিতে নিহত শহীদ শরিফ ওসমান বিন হাদিও এই আসন থেকে নির্বাচন করতে আগ্রহ প্রকাশ করেছিলেন।

সাতক্ষীরা-৪ (শ্যামনগর) সংসদীয় আসনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে ব্যতিক্রমী এক ঘটনা ঘটেছে। ভিন্ন দুটি রাজনৈতিক দল থেকে বাবা ও ছেলে একই আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন তারা। বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আফরোজা আক্তার।

মনোনয়নপত্র জমা দেওয়া প্রার্থীরা হলেন—সাবেক সংসদ সদস্য ও গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী এইচ এম গোলাম রেজা এবং তার ছেলে জাতীয় পার্টির (রুহুল আমিন হাওলাদার) মনোনীত প্রার্থী হোসাইন মোহাম্মদ মায়াজ।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বিকেল ৩টার দিকে হোসাইন মোহাম্মদ মায়াজ নিজে উপস্থিত থেকে তার মনোনয়নপত্র জমা দেন। একই সময়ে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা দলীয় প্রার্থী এইচ এম গোলাম রেজার পক্ষে মনোনয়নপত্র জমা দেন।

এ ঘটনায় এলাকায় রাজনৈতিক অঙ্গনে বেশ আলোচনা সৃষ্টি হয়েছে। একই পরিবারের দুই সদস্যের ভিন্ন রাজনৈতিক অবস্থান থেকে নির্বাচনে অংশগ্রহণ ভোটারদের মধ্যে কৌতূহল তৈরি করেছে বলে মনে করছেন স্থানীয়রা।

ঢাকা-৮ আসনে একাধিক আলোচিত ব্যক্তির অংশগ্রহণের কারণে আসন্ন নির্বাচনে এ আসনটি গুরুত্বপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top