মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২

খালেদা জিয়ার মৃত্যুতে কান্নায় ভেঙে পড়লেন নেতাকর্মীরা

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২৫, ১০:০৮

ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন। তার মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন খালেদা জিয়া। মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই হাসপাতালের সামনে ছুটে আসেন বিপুল সংখ্যক নেতাকর্মী। নেত্রীর মৃত্যুতে অনেককে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়।

জানা গেছে, গত ২৩ নভেম্বর অসুস্থ অবস্থায় বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকেই তিনি সেখানে চিকিৎসাধীন ছিলেন।

এর আগে, গত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠান শেষে বাসায় ফেরার পর তিনি অসুস্থ হয়ে পড়েন। তার শ্বাসকষ্ট তীব্র আকার ধারণ করলে জরুরিভিত্তিতে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা জানান, তিনি নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন এবং এর সঙ্গে আরও কিছু জটিলতা দেখা দেয়।

খালেদা জিয়ার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে গভীর শোক ও শূন্যতার সৃষ্টি হয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top