রবিবার, ১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২

পল্লীবন্ধু এরশাদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১০ জানুয়ারী ২০২৬, ১২:৩০

সংগৃহীত

শরীয়তপুরের নড়িয়ায় শরীয়তপুর–২ আসনে বাংলাদেশ জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মোহাম্মদ জসীমউদ্দিনের মরহুম পিতার নামে প্রতিষ্ঠিত আইয়ুব আলী ফাউন্ডেশন–এর আয়োজনে সাবেক রাষ্ট্রপতি ও পল্লীবন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদের রুহের মাগফেরাত কামনায় পবিত্র কোরআন খতম, দোয়া, মুনাজাত ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানটি মরহুম আইয়ুব আলী বেপারীর বাড়িতে অবস্থিত ফাউন্ডেশনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এ সময় তিনবারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া, সাবেক ডেপুটি স্পিকার মরহুম কর্নেল শওকত আলী, সাবেক মহিলা বিষয়ক উপমন্ত্রী মরহুম টি এম গিয়াসউদ্দিন, মরহুম মনাই দেওয়ান এবং মরহুম আইয়ুব আলী বেপারীসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের আত্মার মাগফেরাত কামনায় মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়।

দোয়া অনুষ্ঠানে শরীয়তপুর–২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ জসীমউদ্দিনসহ জাতীয় পার্টির বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে সাধারণ মানুষের মাঝে তবারক বিতরণ করা হয়।

মফিজুর রহমান রিপন, শরীয়তপুর

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top