বিএনপির প্রার্থী ইশরাক হোসেনের নির্বাচনী প্রচার কার্যক্রমের উদ্বোধন
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২২ জানুয়ারী ২০২৬, ১৪:৪১
ঢাকা-৬ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আনুষ্ঠানিকভাবে তার নির্বাচনী প্রচার ও গণসংযোগ কার্যক্রমের উদ্বোধন করেছেন।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাজধানীর কোতোয়ালি থানাধীন ৩৭ নম্বর ওয়ার্ডের সদরঘাট চৌরাস্তায় (বাটার মোড়) আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে তিনি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা এবং একটি শক্তিশালী রাষ্ট্র গঠনের অঙ্গীকার ব্যক্ত করেন।
ইশরাক হোসেন বলেন, বিএনপি থেকে ধানের শীষের মনোনয়ন পেয়ে তিনি ঢাকা-৬ আসন থেকে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে জনগণের সামনে দাঁড়িয়েছেন। তিনি তার প্রয়াত বাবা, সাবেক মেয়র ও চারবারের সংসদ সদস্য মরহুম সাদেক হোসেন খোকার অবদানের কথা স্মরণ করেন।
তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে বিএনপি মানুষের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে আন্দোলন-সংগ্রাম চালিয়ে এসেছে। এরই ধারাবাহিকতায় ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদ বিদায় নেয় এবং আগামী ১২ ফেব্রুয়ারি একটি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
ইশরাক হোসেন বলেন, শান্তিপূর্ণ ও সফলভাবে ক্ষমতা হস্তান্তর হলে বিএনপির দীর্ঘ আন্দোলন স্থায়ীভাবে সফল হবে এবং দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথ সুগম হবে। তিনি ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সবাই যেন ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নিজের প্রার্থিতা প্রসঙ্গে তিনি বলেন, এর আগে তিনি কোনো সরকারি বা গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব পালন করেননি। তাই জনগণের কাছে নিজেকে প্রমাণের সুযোগ চান তিনি। এলাকাবাসীর উদ্দেশে বলেন, একটি সুযোগ দিলে তিনি কাউকে হতাশ করবেন না।
এলাকার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে তিনি বলেন, ঢাকা-৬ আসনের বড় সমস্যা হলো গ্যাস সংকট, যানজট, জলাবদ্ধতা, বায়ু ও শব্দ দূষণ এবং সংকীর্ণ রাস্তা। এসব সমস্যা সমাধানে বিএনপির সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও দারিদ্র্য বিমোচনে বিএনপির নীতিমালার কথাও তিনি তুলে ধরেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে জানিয়ে ইশরাক হোসেন বলেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা হবে। তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে বাংলাদেশকে একটি শক্তিশালী ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তোলা হবে, যেখানে কোনো বিদেশি রাষ্ট্রের চাপ মেনে নেওয়া হবে না।
অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।