বৃহঃস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬, ১৬ মাঘ ১৪৩২

শেরপুরে সংঘাত অনাকাঙ্ক্ষিত, সুষ্ঠু তদন্ত চায় বিএনপি

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৯ জানুয়ারী ২০২৬, ১৪:১৮

সংগৃহীত

বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, শেরপুরে নির্বাচনী ইশতেহার ঘোষণার অনুষ্ঠানে সংঘাত অনাকাঙ্ক্ষিত এবং বিএনপি এই ঘটনার সুষ্ঠু তদন্ত চায়। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মাহদী আমিন বলেন, অনুষ্ঠানে প্রতিটি দলের জন্য নির্ধারিত আসন থাকা সত্ত্বেও জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ সব আসন দখল করেন এবং বিএনপির নেতাকর্মীদের তাদের আসনে বসতে বাধা দেন। প্রশাসন বারবার অনুরোধ করেও তারা চেয়ারে বসা থেকে বিরত থাকেননি। চেয়ারের মতো তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত ও ৪০ জনের বেশি নেতাকর্মী আহত হয়েছেন।

তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, পুলিশ, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং বিএনপির নেতাকর্মীরাও জামায়াতের প্রার্থীকে নির্দিষ্ট পথ না যাওয়ার জন্য অনুরোধ করেছিলেন। তবুও তিনি সেই পথেই যান।

বিএনপি নেতা আহ্বান জানান, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী আরও কার্যকর ভূমিকা রাখুক, রাজনৈতিক দলগুলো দায়িত্বশীল আচরণ করুন এবং ভবিষ্যতে যেন শেরপুরের মতো ঘটনা আর না ঘটে। তিনি বলেন, দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপির অগ্রাধিকার একটি শান্তিপূর্ণ, বিতর্কমুক্ত ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top