মঙ্গলবার, ১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

কাতারে করোনাকালে অবদান রাখায় প্রবাসীদের গণসংবর্ধনা

কাতার থেকে | প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২১, ২১:১০

কাতারে করোনাকালে অবদান রাখায় প্রবাসীদের গণসংবর্ধনা

মহামারি করোনাভাইরাস সংকটে কাতারে বসবাসরত অসহায় প্রবাসী বাংলাদেশিদের ঘরে ঘরে জীবনের ঝুঁকি নিয়ে খাদ্যসামগ্রী বিতরণে অবদান রাখায় বাংলাদেশ দূতাবাস থেকে স্বীকৃতি সম্মাননা সনদ প্রাপ্তদের মধ্যে থেকে কমিউনিটির উল্লেখযোগ্য ব্যক্তিদের গণ সংবর্ধনা সম্মাননা প্রদান করেছে প্রবাসী যুব কল্যাণ ফেডারেশন কাতার।কাতারের রাজধানী দোহা নাজমা শালিমার ইস্তাম্বুল রেস্টুরেন্টে এ গণসংবর্ধনা সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি আনোয়ার হোসেন মামুনের পরিচালনায় অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক ইউসুফ পাটোয়ারী লিংকন সভাপতিত্বে অনুষ্ঠিত এ সংবর্ধনা সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন নুরে আলম জাহাঙ্গীর। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক কাজী মো. শামীম। অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ কমিউনিটিরি উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ওমর ফারুক চৌধুরীর হাত থেকে আগত অতিথিরা সম্মাননা স্মারক গ্রহণ করেন।

গণ সংবর্ধনা ও সম্মাননা স্মারক পাওয়া ব্যক্তিরা হলেন, যথাক্রমে অনুষ্ঠানের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা ওমর ফারুক চৌধুরী, সৈয়দ আনা মিয়া, জসীম উদ্দিন দুলাল, এ কে এম আমিনুল হক, হাজী মোহাম্মদ বাসার সরকার, আবুল কাসেম, মাহবুব রহমান চৌধুরী বাবু, মোহাম্মদ নজরুল ইসলাম, এম এম নুরু, ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাহেদুল ইসলাম, এবিএম দিদারুল আলম আরজু, মোল্লা মোহাম্মদ রাজ রাজিব, শাহ আলম খান, মোহাম্মদ রিপন মিয়া, সাইফুর রহমান সবুজ, মাসুদ রানা প্রমুখ।

এনএফ৭১/এনজেএ/২০২১



বিষয়: কাতার


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top