মঙ্গলবার, ১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

সায়দাবাদে বিস্ফোরণে দগ্ধ আরও ১ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২১, ২৩:০৪

সায়দাবাদে বিস্ফোরণে দগ্ধ আরও ১ জনের মৃত্যু

যাত্রাবাড়ীর সায়েদাবাদে একটি মার্কেটের নিচতলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ রিপন মিয়া (৪৫) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দুজনের মৃত্যু হলো।

মঙ্গলবার (১৬ নভেম্বর) ভোরে শেখ হাসিনা ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মৃত রিপনের ৬০ শতাংশ দগ্ধসহ শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছিল। এছারা বর্তমানে আবুল কালাম ৮০ শতাংশ, শফিকুল ইসলাম ৭৮ শতাংশ ও কবির হোসেন ৮৫ শতাংশ দগ্ধ নিয়ে হাসপাতালে ভর্তি আছেন।

উল্লেখ্য, শনিবার (১৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিলিন্ডার বিস্ফোরণের এ দুর্ঘটনা ঘটে। পরে দগ্ধ ৬ জনকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট আনা হয়।

এনএফ৭১/এমএ/২০২১

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top