সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২

রাজধানীর কারওয়ান বাজারে চাঁদাবাজি বিরোধী মানববন্ধনে হামলা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২৫, ১৬:০৭

সংগৃহীত

রাজধানীর কারওয়ান বাজারে ব্যবসায়ীদের চাঁদাবাজি বন্ধের দাবিতে আয়োজিত মানববন্ধনে দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে কারওয়ান বাজার সংলগ্ন কাঁচামালের আড়ত এলাকায় এ ঘটনা ঘটে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, মানববন্ধন চলাকালে দুর্বৃত্তরা হামলা চালালে ব্যবসায়ীরাও লাঠিসোঁটা নিয়ে তাদের তাড়া করে। এ ঘটনায় কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে।

বিক্ষুব্ধ ব্যবসায়ীরা বিভিন্ন স্লোগান দেন, যেমন – ‘চাঁদাবাজের আস্তানা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’ ও ‘চাঁদাবাজের আস্তানা এই বাংলায় হবে না’। তাদের অভিযোগ, ‘আত্মস্বীকৃত চাঁদাবাজ’ ও বহিষ্কৃত তেজগাঁও থানা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুর রহমান ও তার অনুসারীরা দীর্ঘদিন ধরে কারওয়ান বাজারে চাঁদাবাজি করছে।

এক ব্যবসায়ী জানান, তারা শান্তিপূর্ণ মানববন্ধনের মাধ্যমে আব্দুর রহমানের গ্রেপ্তার ও চাঁদাবাজি বন্ধের দাবি তুলছিলেন। কিন্তু অতর্কিত হামলার ফলে কয়েকজন ব্যবসায়ী আহত হয়েছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে চাঁদাবাজকে গ্রেপ্তার না করলে ব্যবসায়ীরা ব্যবসা বন্ধ করে রাজপথে আন্দোলনে নামবেন।

দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, বিষয়টি তাদের জানা আছে এবং এজাহার দিলে মামলার ব্যবস্থা হবে। তিনি বলেন, “এখানে কোনোভাবেই বিশৃঙ্খলা করা যাবে না।”

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top