আমরা বিভক্ত হলে জাতি হিসেবে ব্যর্থ হব: ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৫২

ছবি: সংগৃহীত

দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে যান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ সময় তিনি দেশের সব ধর্মের মানুষের প্রতি সম্প্রীতির বার্তা দেন।

তিনি বলেন, “আমরা নিজেরা যদি বিভক্ত হই, তাহলে জাতি হিসেবে ব্যর্থ হয়ে যাব। আমরা ব্যর্থ হতে চাই না। নতুন বাংলাদেশ গড়তে চাই, যেখানে সব নাগরিকের সমান অধিকার থাকবে।” তিনি আরও বলেন, “কোনো ধর্মকেই আলাদা করে দেখতে পারবে না রাষ্ট্র। সব ধর্মের সমান মর্যাদা দিতে বাধ্য সরকার।”

ড. ইউনূস বলেন, তিনি এমন একটি রাষ্ট্র গড়তে চান, যেখানে ধর্মীয় উৎসবগুলো নিরাপত্তা বাহিনীর বেষ্টনীর মধ্যে নয়, বরং মুক্তভাবে সবাই মিলে পালন করতে পারবে। তিনি জানান, গত বছররের তুলনায় এ বছর ১ হাজারের বেশি পূজামণ্ডপ বেড়েছে, যা একটি আশাব্যঞ্জক খবর।

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top