রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ৬ আশ্বিন ১৪৩২

দুর্গাপূজায় নিরাপত্তা: ২৪ সেপ্টেম্বর থেকে মাঠে আইনশৃঙ্খলা বাহিনী

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৩৫

ছবি: সংগৃহীত

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আগামী ২৪ সেপ্টেম্বর বুধবার থেকে মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনী। এই তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে তিনি বলেন, এবারের দুর্গাপূজায় ৮০ হাজার স্বেচ্ছাসেবক নিয়োগ দেওয়া হবে। এখন পর্যন্ত প্রতিমা ভাঙার সংখ্যাও অনেক কম। ভাঙচুরের ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে অপরাধীদের শনাক্ত করা হচ্ছে। পূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে আগামী ২৮ সেপ্টেম্বর থেকে।

দুর্গাপূজার নিরাপত্তা প্রসঙ্গে বলার পাশাপাশি স্বরাষ্ট্র উপদেষ্টা মাদক নিয়েও কথা বলেছেন। তিনি জানান, দেশের বিভিন্ন রুটে মাদক প্রবেশ করছে, আর এর বিপরীতে চাল, সার এবং ওষুধ পাচার হয়ে যাচ্ছে। আরাকান আর্মি মাদকের ওপর নির্ভরশীল, তবে বর্তমানে প্রচুর পরিমাণে মাদক ধরা পড়ছে।

এছাড়া, কৃষকদের ন্যায্যমূল্য না পাওয়ার বিষয়টিও উঠে আসে। তিনি বলেন, সারা দেশে কৃষকেরা আলুর দাম পাচ্ছেন না, যার ফলে ভবিষ্যতে আলুর দাম বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

 

 

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top