শরীয়তপুরে ব্যতিক্রমী আয়োজনের পালিত হচ্ছে শারদীয় দূর্গাপূজা

শরীয়তপুর প্রতিনিধি | প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩১

ছবি: সংগৃহীত

শরীয়তপুরে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দূর্গাপূজা উদযাপন শুরু হয়েছে উৎসবের আমেজে। ২১ সেপ্টেম্বর রোববার চন্ডিপাঠের মাধ্যমে মহালয়ার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় পূজার কার্যক্রম।

শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের মশুরা গ্রামের ঘোষপাড়া পূজা মন্ডপে এবছর দর্শকদের জন্য নিয়ে আসা হয়েছে এক অভিনব আয়োজন। বিভিন্ন রংয়ের ধান দিয়ে নিখুঁত কারুকার্যে তৈরি করা হয়েছে দেবী দুর্গার প্রতিমা। দেবী দুর্গার সঙ্গে রয়েছেন কার্তিক, গণেশ, লক্ষ্মী ও সরস্বতী, পাশাপাশি আছে বাঘ ও অসুরের প্রতিমা। রঙ-তুলির আঁচড়ে প্রতিমাগুলো প্রাণবন্ত হয়ে উঠেছে।

মন্ডপগুলোতে জগৎ সংসারের মঙ্গলের কামনায় শূন্য থেকে ওসুর নিধনের দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। এবারের শারদীয় দূর্গাপূজা শরীয়তপুরের ৬ উপজেলায় পালিত হবে।

উৎসব নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী সব প্রস্তুতি সম্পন্ন করেছে। পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম জানান, শান্তিপূর্ণ অবস্থার জন্য পুলিশ সর্বদা সতর্ক রয়েছে।

শরীয়তপুরে এবছর মোট ১০২টি মন্ডপে শারদীয় দূর্গাপূজা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠান চলবে ২৮ সেপ্টেম্বর ষষ্ঠী পূজা থেকে শুরু করে ২ অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে।

যদি চান, আমি এটিকে আরও ওয়েব ফ্রেন্ডলি সংস্করণে সাজাতে পারি, যেখানে হেডলাইন, সাবহেডলাইন, ছবি/ভিডিও ক্যাপশন এবং বুলেট পয়েন্ট দিয়ে একদম নিউজ পোর্টাল স্টাইলের দেখাবে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top