৩৮ বছরেও গোলবন্যা! মেসি কি থামতেই ভুলে গেছেন?
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৩ জুলাই ২০২৫, ১৩:৪৮

লিওনেল মেসি কি সত্যিই ৩৮ বছর বয়সী একজন খেলোয়াড়? মাঠে তার পারফরম্যান্স দেখে তো সেটা বোঝার উপায় নেই! মেজর লিগ সকারে যেন চলছে মেসির গোল বন্যা। টানা পাঁচ ম্যাচে করেছেন দুইটি করে গোল—যা এমএলএসে একেবারে ইতিহাস। টানা চার ম্যাচে একাধিক গোলের এমন কীর্তি আর কোনো খেলোয়াড়ের নেই!
সর্বশেষ ম্যাচে, ১৩ জুলাই—ন্যাশভিলের বিপক্ষে ইন্টার মায়ামির হয়ে ২-১ ব্যবধানে জয়ের নায়ক মেসি। ম্যাচের ১৭তম মিনিটে ফ্রি-কিক থেকে দুর্দান্ত গোল! এই গোল মেসির ক্যারিয়ারের ৬৯তম ফ্রি-কিক গোল। দ্বিতীয়ার্ধে ন্যাশভিল সমতায় ফিরলেও, ৬২ মিনিটে প্রতিপক্ষ গোলরক্ষকের ভুলে পাওয়া সুযোগ কাজে লাগিয়ে ম্যাচ জেতানো গোলটি করেন মেসি।
এই ম্যাচ শেষে চলতি মৌসুমে মেসির নামের পাশে এখন—১৬ ম্যাচে ১৬ গোল, ৭টি অ্যাসিস্ট, এবং এমএলএসে এখন সর্বোচ্চ গোলদাতা তিনিই! লিগে টানা ৬ ম্যাচে অপরাজিত ইন্টার মায়ামি এখন ১৯ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সে ৫ নম্বরে। বয়স বাড়ছে, কিন্তু থামছেন না মেসি। বরং যেন প্রতি ম্যাচে নতুন রূপে জন্ম নিচ্ছেন তিনি। এটাই কি মেসির শেষ ধাপে আরেকটা ফুটবল জাদু?
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।