মেসি ইন ফর্ম, তবু মাঠের বাইরে! কী ঘটেছিল অল স্টার ম্যাচে?
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৬ জুলাই ২০২৫, ১৪:০৫

লিওনেল মেসি ও জর্দি আলবা—চোটে না পড়েও অল স্টার ম্যাচে না খেলার খেসারত দিলেন নিষেধাজ্ঞায়। মেজর লিগ সকারের নিয়ম অনুযায়ী, অল স্টার ম্যাচ থেকে চোট ছাড়া নিজেকে সরিয়ে নিলে পরবর্তী এক ম্যাচে নিষিদ্ধ করা হয়। আর ঠিক সেটাই হলো এই দুই তারকার ক্ষেত্রে।
বাংলাদেশ সময় রবিবার সকালে ইন্টার মায়ামি মুখোমুখি হবে সিনসিনাটির। কিন্তু এই ম্যাচে মাঠে নামতে পারবেন না মেসি ও আলবা—নিষেধাজ্ঞার কারণে। অল স্টার স্কোয়াডে ছিলেন তারা, মেক্সিকোর লিগা এমএক্স-এর বিপক্ষে ম্যাচেও মায়ামি থেকে একমাত্র প্রতিনিধিত্ব ছিল এই দুজনের। কিন্তু ম্যাচে ছিলেন না কেউই, এবং চোটের কোনো তথ্যও ছিল না।
বৃহস্পতিবারের ম্যাচে এমএলএস একাদশ ৩-১ গোলে জিতলেও অনুপস্থিত ছিলেন মেসি ও আলবা। এরপরই শুরু হয় জল্পনা। ইন্টার মায়ামির কোচ হাভিয়ের মাসচেরানো শুক্রবার বলেন, মেসি ফিরেছে, ক্লান্ত ছিল। আশা করছিলাম সে পরের ম্যাচে খেলবে। কিন্তু তার বক্তব্যের কিছু ঘণ্টার মধ্যেই ঘোষণা আসে—দুজনই নিষিদ্ধ।
চলতি মৌসুমে মেসি দুর্দান্ত ফর্মে—১৭ ম্যাচে ১৮ গোল, ১০ অ্যাসিস্ট! তবু নিয়ম ভাঙলে ছাড় নেই—এমনটাই দেখিয়ে দিল এমএলএস কর্তৃপক্ষ। খেলাধুলার নিয়ম যেমন কড়া, ঠিক তেমনই স্পটলাইটে সব বড় তারকারা। আর এই ঘটনাও তার বড় প্রমাণ।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।