বৃহঃস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২

উরুগুয়েকে ৫–১ বিধ্বস্ত করে ফাইনালে ব্রাজিল, কলম্বিয়ার সামনে টিকবে তো?

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩০ জুলাই ২০২৫, ১৬:০৪

ছবি: সংগৃহীত

সাম্প্রতিক বছরগুলোতে পুরুষ ফুটবলে কিছুটা ছন্দহীন ব্রাজিল, কিন্তু নারীদের ফুটবলে? অপ্রতিরোধ্য সাম্বা শৈলী চলছে একচেটিয়া আধিপত্যে। সকালে কোপা আমেরিকার সেমিফাইনালে উরুগুয়েকে ৫–১ গোলে গুঁড়িয়ে টানা পঞ্চমবারের মতো ফাইনালে উঠেছে ব্রাজিল নারী দল।

মাত্র ২৭ মিনিটেই তিন গোল! গিও গারবেলিনি, মার্তা ও আমান্দা গুতিয়েরেসের অসাধারণ পারফরম্যান্সে শুরুতেই উড়ে যায় উরুগুয়ে। দ্বিতীয়ার্ধে আত্মঘাতী এক গোল শোধ দেয় উরুগুয়ে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি।

দুদিনিয়া ও গুতিয়েরেস আরও দুটি গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের করে নেয় ব্রাজিল। এবার লক্ষ্য—নবম শিরোপা। কোপা আমেরিকার ইতিহাসে এখন পর্যন্ত ৮ বার চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। শুধু একবার আর্জেন্টিনা জিততে পেরেছে এই শিরোপা।

ফাইনালে প্রতিপক্ষ কলম্বিয়া—দুই বছর আগের মতোই। ২০২২ সালের সেই ম্যাচে কলম্বিয়াকে হারিয়েই শিরোপা জিতেছিল ব্রাজিল, এবারও কি সেই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটবে?

বাংলাদেশ সময় শনিবার রাত ৩টায় বসছে ফাইনালের মহারণ। আরও এক বড় সাফল্য—এই জয়ে ব্রাজিল নিশ্চিত করেছে ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের টিকিট। নারী ফুটবলে লাতিন আমেরিকার ইতিহাস লিখছে ব্রাজিল। এখন শুধু এক প্রশ্ন—কলম্বিয়াকেও হারিয়ে কি তারা তুলতে পারবে নবম ট্রফি?



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top