রোনালদো জর্জিনাকে করলেন বিয়ের প্রস্তাব, রাজি হয়েছেন প্রেমিকা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১২ আগষ্ট ২০২৫, ১৩:৩০

ছবি: সংগৃহীত

২০১৬ সাল থেকে একসাথে থাকা রোনালদো ও জর্জিনা এবার বিয়ের পথে হাঁটছেন। মাদ্রিদের একটি দোকানে জর্জিনা ইনস্টাগ্রামে হীরার আংটি দেখিয়ে জানান—‘হ্যাঁ, আমি রাজি। আগে রোনালদো বিভিন্ন সময় জর্জিনাকে ‘স্ত্রী’ বা ‘ওয়াইফ’ বলে ডেকেছেন, কিন্তু বিয়ের প্রস্তাব এই প্রথম।

তাদের চার সন্তান রয়েছে— যমজ এভা মারিয়া ও মাতেও (২০১৭ সালে সারোগেসির মাধ্যমে), আলানা (২০১৭ সালে) এবং বেলা (২০২২ সালে)। দুঃখজনকভাবে বেলার যমজ ভাই ২০২২ সালে মারা গেছেন। এছাড়া রোনালদোর বড় পুত্র ক্রিস্টিয়ানো জুনিয়রকেও তারা লালন করেন।

বর্তমানে রোনালদো ও তার পরিবার সৌদি আরবের রিয়াদে বাস করছেন, যেখানে তিনি ২০২২ সালের ডিসেম্বরে আল-নাসের ক্লাবে যোগ দেন। তিনি বছরে প্রায় ১৭৭ মিলিয়ন পাউন্ড আয় করছেন এবং চুক্তি ২০২৭ সাল পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।

এই বিয়ের প্রস্তাবে রোনালদোর ব্যক্তিগত জীবনে নতুন অধ্যায় শুরু হলো। বিশ্ব ফুটবল বিশ্ব এবার অপেক্ষায় রোনালদো-জর্জিনার সুখী ভবিষ্যতের জন্য।

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top