বৃহঃস্পতিবার, ২১ আগস্ট ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২

রোনালদো-জর্জিনার বাগদানের আংটির দাম ১২১ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২১ আগষ্ট ২০২৫, ১৪:০৪

ছবি: সংগৃহীত

দীর্ঘ ৯ বছরের প্রেমের পর অবশেষে ক্রিস্টিয়ানো রোনালদো জর্জিনা রদ্রিগেজকে বিয়ের প্রস্তাব দিয়েছেন। জর্জিনা ইনস্টাগ্রামে আংটি পরা হাতে রোনালদোর হাতে হাত রাখার ছবি পোস্ট করে রাজি হওয়ার খবর নিশ্চিত করেন।

বিশ্ব গণমাধ্যমের হিসাব অনুযায়ী আংটির মূল্য প্রায় ১ কোটি মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২১ কোটি টাকার সমান। এতে বড় ওভাল শেপের হীরার খণ্ড রয়েছে, প্রায় ৪০ ক্যারেট। তবে স্পেনের বিশেষজ্ঞদের মতে, এটি আসলে বাগদানের আংটি নয়, বরং একটি ককটেল রিং—বিশেষ অনুষ্ঠানে নজর কাড়ার জন্য।

জর্জিনাকে শুধু আংটি নয়, রোনালদো দিয়েছেন একটি পোরশে, বিলাসবহুল ঘড়ি এবং ডিজাইনার পোশাক। সম্ভাব্য বিয়ের তারিখ হতে পারে ২০২৬ সালের ১৯ জুলাইয়ের পর, বিশ্বকাপ শেষে, এবং অনুষ্ঠান হতে পারে পর্তুগালে। বহু প্রতীক্ষার পর রোনালদো ও জর্জিনা জীবনের নতুন অধ্যায়ের পথে এগোচ্ছেন, যা বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top