আকরাম খান বিসিবি নির্বাচনে অংশ নেবেন না, কারণ জানালেন তিনি
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৬

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আগামী নির্বাচনে অংশ নেবেন না সাবেক অধিনায়ক আকরাম খান। তিনি নিজেই গণমাধ্যমকে জানিয়েছেন কারণ।
আকরামের বক্তব্য, যেহেতু আমার পরিবারের অন্য সদস্য তামিম ইকবাল নির্বাচনে অংশ নিচ্ছেন, তাই একই পরিবারের দু’জন থাকা আমার পছন্দ নয়। তামিম আমার ছোট, আমার ছেলের মতো। আমি তাকে কোলে নিয়েছি, এজন্য আমি সরছি।
তিনি আরও বলেন, বিসিবিতে যে-ই আসুক, বাংলাদেশের ক্রিকেটের উন্নতি চাই। ব্যক্তিগত স্বার্থের কারণে অন্যকে অসম্মানিত করা ঠিক নয়। আমরা ব্যবসায়ী বা রাজনীতিবিদ নই, ক্রিকেট আমাদের পেছনের ব্যাকগ্রাউন্ড।
সাবেক অধিনায়ক তামিম ইকবাল প্রথমে পরিচালক পদে নির্বাচন করবেন, পরে সভাপতি পদে নজর রাখবেন। বিসিবির বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও নির্বাচন ঘোষণা করেছেন।
আগামী ৪ অক্টোবর অনুষ্ঠিত হবে বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন। ২৫ সদস্যের ওই পর্ষদ থেকে নির্বাচিত হবেন নতুন সভাপতি।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।