আবুধাবিতে পাকিস্তানের পেস ঝড়, ১৩৩ রানে গুটিয়ে গেল শ্রীলঙ্কা
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ২৩:০৭

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ব্যাট হাতে নেমেই পাকিস্তানের পেস আক্রমণের সামনে ধসে পড়ে শ্রীলঙ্কা। একপ্রান্তে লড়ে যাওয়া কামিন্দু মেন্ডিসের অর্ধশতকও রক্ষা করতে পারেনি দলকে। নির্ধারিত ২০ ওভারে লঙ্কানরা থেমেছে মাত্র ১৩৩ রানে, যা এশিয়া কাপের মঞ্চে প্রতিপক্ষের বিপক্ষে একেবারেই অপ্রতুল।
টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে শ্রীলঙ্কা। পাকিস্তানের পেস spearhead শাহীন শাহ আফ্রিদি প্রথম দুই ওভারেই ফিরিয়ে দেন কুশল মেন্ডিস (০) ও পাথুম নিশাঙ্কাকে (৮)। কিছুটা লড়াই করে যান কুশল পেরেরা, তবে হারিস রউফের শিকারে ফেরেন তিনিও। পাওয়ারপ্লেতে ৫৩ রান তুললেও ৩ উইকেট হারানোয় ম্যাচের শুরুতেই চাপে পড়ে যায় শ্রীলঙ্কা।
এরপর হুসাইন তালাত এক ওভারেই তুলে নেন চারিথ আসালাঙ্কা ও দাসুন শানাকাকে। ৭.৩ ওভারে স্কোরবোর্ডে তখন শ্রীলঙ্কার অবস্থা ৫৮/৫। একমাত্র ব্যাট হাতে প্রতিরোধ গড়েন কামিন্দু মেন্ডিস। তিনটি চার ও দুটি ছক্কায় ৪৪ বলে অর্ধশতক তুলে নেন তিনি। তবে শেষদিকে আফ্রিদির দুর্দান্ত রিভার্স স্যুইংয়ে তিনিও বিদায় নিলে শেষ আশাও নিভে যায় লঙ্কানদের।
পাকিস্তান বোলারদের মধ্যে শাহীন শাহ আফ্রিদি ছিলেন দুর্দান্ত—৪ ওভারে ২৮ রানে ৩ উইকেট। হারিস রউফ ও হুসাইন তালাত নেন ২টি করে উইকেট, আর আবরার আহমেদ পান ১ উইকেট।
শেষ পর্যন্ত কামিন্দুর একার লড়াই সত্ত্বেও দলীয় সংগ্রহ থেমে যায় ১৩৩ রানে। পাকিস্তানের শৃঙ্খলিত বোলিংয়ের সামনে লঙ্কানদের ব্যাটিং লাইনআপ একেবারেই অসহায় মনে হয়েছে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।