এশিয়া কাপ সুপার ফোরে আজ ভারত-বাংলাদেশ লড়াই
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৩

এশিয়া কাপের সুপার ফোরে আজ দুবাইয়ে মুখোমুখি হচ্ছে ভারত ও বাংলাদেশ। সমান পয়েন্ট নিয়েই মাঠে নামলেও বাস্তবে দুই দলের অবস্থান ভিন্ন। একদিকে টানা জয়ে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন আরও শক্ত করছে ভারত, অন্যদিকে টিকে থাকার লড়াইয়ে নামছে বাংলাদেশ।
এবারের আসরে দুর্দান্ত ফর্মে আছে ভারত। এখনও পর্যন্ত কোনো ম্যাচে হারেনি সুর্যকুমার যাদবের দল। বিপরীতে বাংলাদেশ সুপার ফোরের শুরুটা ভালো করলেও সামনে কঠিন চ্যালেঞ্জ-ফাইনালে যেতে হলে ভারত কিংবা পাকিস্তানের বিপক্ষে জয় পেতেই হবে।
আজকের ম্যাচ ভারতের জন্য প্রায় ‘ফাইনাল নিশ্চিত করার’ লড়াই। তবে বাংলাদেশকে সামনে রেখে খুব একটা চাপ নিচ্ছে না তারা। বরং সুযোগ পাচ্ছে বেঞ্চ শক্তি পরীক্ষা করার।
বিশ্রাম পেতে পারেন পেস আক্রমণের নেতা যশপ্রীত বুমরা। তার বদলে একাদশে ফিরতে পারেন বাঁহাতি পেসার অর্শদীপ সিং। উইকেটকিপার হিসেবে আজ সুযোগ পেতে পারেন জিতেশ শর্মা। বাদ পড়তে পারেন সঞ্জু স্যামসন।
মিডল অর্ডারে ডেবিউ হতে পারে রিঙ্কু সিংয়ের। তার জায়গা করে দিতে বাইরে বসতে হতে পারে অলরাউন্ডার অক্ষর প্যাটেলকে।
ভারতের সম্ভাব্য একাদশ: অভিষেক শর্মা, শুবমান গিল, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, রিঙ্কু সিং, জিতেশ শর্মা (উইকেটকিপার), কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, অর্শদীপ সিং।
এই ম্যাচ জিতলেই ফাইনালে ভারতের জায়গা অনেকটাই নিশ্চিত হয়ে যাবে। তাই পরীক্ষা-নিরীক্ষা করলেও জয় চাইবে তারা। অন্যদিকে বাংলাদেশের জন্য আজকের ম্যাচ কার্যত অগ্নিপরীক্ষা। ভারতকে হারাতে না পারলে ফাইনালে ওঠা হয়ে যাবে অনেক কঠিন।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।