রিয়ালের গোল-ঝড়: এমবাপ্পের জোড়া গোলে লেভান্তেকে উড়িয়ে দিল মাদ্রিদ
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৭:১০

লা লিগায় রিয়াল মাদ্রিদের অপ্রতিরোধ্য যাত্রা অব্যাহত। লেভান্তের মাঠে তাদের ৪-১ গোলের দাপুটে জয়ে আবারও সামনে এলো কিলিয়ান এমবাপ্পে এবং তরুণ তারকাদের ঝলক।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল রিয়াল। ২৮ মিনিটে তিন ম্যাচ পর গোলের দেখা পান ভিনিসিউস জুনিয়র। এরপর ৩৮ মিনিটে দলের দ্বিতীয় গোলটি করেন ১৮ বছর বয়সী তরুণ আর্জেন্টাইন তারকা ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো, যা রিয়ালের জার্সিতে তার প্রথম গোল।
দ্বিতীয়ার্ধে লেভান্তে এক গোল শোধ করে ম্যাচে ফেরার স্বপ্ন দেখলেও, তাদের সেই আশা দ্রুতই ভেঙে দেন কিলিয়ান এমবাপ্পে। মাত্র দুই মিনিটের ব্যবধানে জোড়া গোল করে তিনি লেভান্তেকে পুরোপুরি ম্যাচ থেকে ছিটকে দেন। এর মধ্যে একটি ছিল পেনাল্টি থেকে দুর্দান্ত এক “পানেনকা” শট।
এই জয়ের মধ্য দিয়ে রিয়াল মাদ্রিদ লিগে টানা ষষ্ঠ জয় তুলে নিয়েছে। ৬ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে তারা এখন শীর্ষে। দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনার চেয়ে তারা এগিয়ে আছে ৫ পয়েন্টে। রিয়ালের এই দাপুটে পারফরম্যান্স প্রমাণ করে, লা লিগার শিরোপা জয়ের দৌড়ে তাদের আটকানো কঠিন।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।