যে পরিকল্পনা ছিল বাংলাদেশের বিপক্ষে ভারতের
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:২২

বাংলাদেশকে ৪১ রানে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে উঠেছে ভারত। বুধবার টস হেরে ব্যাট করতে নেমে ঝোড়ো সূচনার পরও মাঝপথে ব্যাটিং ছন্দ হারায় টিম ইন্ডিয়া। শেষ পর্যন্ত ১৬৮ রানে অলআউট হয় তারা। জয়ের পরও নিজেদের ব্যাটিং পারফরম্যান্স নিয়ে আত্মবিশ্বাসী ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব জানিয়েছেন, এই ম্যাচে তারা ব্যাটিং অর্ডারে পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছেন।
ম্যাচ শেষে সূর্যকুমার বলেন, “প্রতিযোগিতায় আমরা প্রথমে ব্যাট করার সুযোগ পাইনি। তাই বাংলাদেশের বিপক্ষে এই ম্যাচে ব্যাটিং দেখে নিতে চেয়েছিলাম। এখানকার পিচ পরের দিকে ধীর হয়ে যাচ্ছে। তবে শিশিরের সমস্যা নেই, ফলে বল করা সহজ হচ্ছে। সব মিলিয়ে ২০ ওভার ব্যাট করাই আমাদের লক্ষ্য ছিল।”
শিবাম দুবেকে তিন নম্বরে পাঠানো নিয়েও ব্যাখ্যা দিয়েছেন ভারত অধিনায়ক। তার ভাষায়, “বাংলাদেশের দলে ভালো বাঁহাতি ও লেগ স্পিনার আছে। শিবম স্পিন ভালো খেলে। তাই ওকে সাত থেকে ১৫ ওভারের মধ্যে ব্যাট করতে পাঠানো হয়েছে। যদিও রান পায়নি, তবে পরিকল্পনা মতোই সব হয়েছে।”
প্রথম ১০ ওভারে ৯৬ রান তুলেও শেষ পর্যন্ত কেন ১৮০-১৮৫ রান হলো না, এমন প্রশ্নে সূর্যকুমার বলেন, “এই মাঠের আউটফিল্ড অনেক মন্থর। দ্রুত আউটফিল্ড হলে সহজেই ১৮০-১৮৫ রান হতে পারত। তবে আমরা জানি, ১২ থেকে ১৪ ওভার ভালো বল করতে পারলে যেকোনো রান নিয়েই ম্যাচ জেতা সম্ভব।”
এশিয়া কাপের সুপার ফোরে ভারতের পরের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। তবে শুক্রবারের ম্যাচ কার্যত নিয়মরক্ষার, কারণ ইতিমধ্যেই ফাইনাল নিশ্চিত করেছে ভারত। বাংলাদেশের কাছে হারের পর শ্রীলঙ্কার বিদায়ও নিশ্চিত হয়েছে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।