মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২

১৩ ডিসেম্বর কলকাতায় মেসি! সৌরভ-শাহরুখ-কোহলির সঙ্গে সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৪ অক্টোবর ২০২৫, ১১:৩১

সংগৃহীত

নানা জল্পনা-কল্পনার পর অবশেষে নিশ্চিত হলো, আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি আসছেন ভারত সফরে। তিনি নিজেই সামাজিক মাধ্যমে এই খবর জানিয়েছেন। আগামী ১৩ ডিসেম্বর কলকাতায় পা রাখবেন বিশ্বকাপজয়ী এই ফুটবল কিংবদন্তি।

মেসি তাঁর সফর শুরু করবেন কলকাতা থেকে। ১৩ ডিসেম্বর তিনি সল্টলেক স্টেডিয়ামে এক বিশেষ অনুষ্ঠানে যোগ দেবেন। সেখানে তাঁর সঙ্গে একই মঞ্চে থাকবেন ক্রিকেট কিংবদন্তি সৌরভ গঙ্গোপাধ্যায়, ফুটবল তারকা বাইচুং ভুটিয়া এবং টেনিস তারকা লিয়েন্ডার পেজ।

এরপর ১৪ ডিসেম্বর মেসি যাবেন মুম্বাই। ওয়াখেড়ে স্টেডিয়ামে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে বলিউড বাদশা শাহরুখ খান, ক্রিকেট আইকন শচীন টেন্ডুলকর ও মহেন্দ্র সিং ধোনিদের সঙ্গে দেখা করবেন তিনি। সেই অনুষ্ঠানে রোহিত শর্মা এবং বিরাট কোহলিও উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

সফরের শেষ দিনে অর্থাৎ ১৫ ডিসেম্বর মেসি যাবেন নয়াদিল্লি। সেখানে তিনি ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করে ভারত ত্যাগ করবেন। এর আগে ২০১১ সালে ভেনেজুয়েলার বিপক্ষে এক প্রীতি ম্যাচ খেলতে শেষবার কলকাতায় এসেছিলেন লিওনেল মেসি।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top