সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জিতলো এক যুগ পর

পাকিস্তানের যুবারা ১৯১ রানে হারালো ভারত

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২৫, ১২:২০

ছবি: সংগৃহীত

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের ওপেনার সামির মিনহাজের দুর্দান্ত সেঞ্চুরির সহায়তায় চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে ১৯১ রানের বিশাল ব্যবধানে পরাজিত করে শিরোপা জিতেছে পাকিস্তান। ব্যাটে-বলে উজ্জ্বল পারফরম্যান্সে এক যুগেরও বেশি সময়ের অপেক্ষা ঘুচল পাকিস্তানের যুব ক্রিকেটারদের।

রোববার দুবাইয়ে অনুষ্ঠিত ফাইনালে প্রথমে ব্যাট করে পাকিস্তান ৩৪৭ রানের পাহাড় গড়ে। জবাবে ভারত ২৬.২ ওভারে মাত্র ১৫৬ রানের মধ্যে গুটিয়ে যায়। এই জয়ে পাকিস্তান ২০১২ সালের পর দ্বিতীয়বার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ট্রফি ঘরে তুলল।

২০১২ সালে পাকিস্তান ভারতের সঙ্গে যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছিল। এরপর এক যুগ কেটে গেছে, কিন্তু যুবাদের মহাদেশীয় টুর্নামেন্টে ট্রফিতে চুমু এঁকে দেওয়ার সৌভাগ্য আর হয়নি। পাকিস্তান ফাইনালে ভারতের কাছে হারার পূর্ব ইতিহাসও মনে রাখা দরকার—২০১৩-১৪ সালে ভারত ও ২০১৭ সালে আফগানিস্তানের কাছে হেরেছিল তারা।

পাকিস্তানের জয়ের মূল কারিগর ছিলেন ওপেনার সামির মিনহাজ, যিনি ইনিংস উদ্বোধন করে ১৭২ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। তাঁর স্ট্রাইকরেট ছিল ১৫২.২১, ইনিংসটি সাজানো ৯ ছক্কা ও ১৭ চার দিয়ে। দ্বিতীয় সর্বোচ্চ ৫৬ রান করেন আহমেদ হুসেইন।

পাকিস্তানের বোলাররাও চমক দেখান। সর্বোচ্চ ৪ উইকেট নেন আলি রাজা।

ভারতের শুরুটা ছিল আশাপ্রদ। প্রথম ওভারে বৈভব সূর্যবংশী ২ ছক্কা ও ১ চারে ২১ রান করে। কিন্তু তৃতীয় ওভার থেকে ম্যাচের দৃশ্যপট পাল্টে যায়। অধিনায়ক আয়ুশ মাহত্রে (২) আউট হওয়ার পর ভারত ব্যাটিং বিপর্যয়ে পড়ে। মাত্র ৬৮ রান তুলতে ৫ উইকেট হারায়।

শেষ পর্যন্ত দীপেশ দীপেন্দ্রনই ভারতের সর্বোচ্চ ৩৬ রান করেন। শেষ ব্যাটার হিসেবে তিনি আউট হলে পাকিস্তান অধিনায়কসহ দল উচ্ছ্বাসে মেতে ওঠে।

পাকিস্তানের ক্রিকেটাররা পতাকা হাতে অনেকক্ষণ ধরে ফাইনালের আনন্দ উপভোগ করেন এবং দর্শকদের সঙ্গে উদযাপন ভাগাভাগি করেন। ভারতের ক্রিকেটারদের মুখে হতাশা স্পষ্ট।

এই জয়ে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ইতিহাসে দ্বিতীয়বারের শিরোপা জয় করল, আর ভারতের কাছে ফাইনালে টানা দ্বিতীয়বারের হার তিক্ত স্মৃতি হয়ে থাকল।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top