মাঝপথেই বিপিএলে সুযোগ পেলেন মুনিম, দলে ভেড়াল নোয়াখালী এক্সপ্রেস
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৩ জানুয়ারী ২০২৬, ০৯:৩০
ড্রাফটে নাম থাকলেও শুরুতে কোনো দলেই সুযোগ হয়নি। তবে টুর্নামেন্টের মাঝপথে এসে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দল পেলেন জাতীয় দলের বাইরে থাকা ডানহাতি ওপেনার মুনিম শাহরিয়ার। তাকে দলে ভিড়িয়েছে নবাগত ফ্র্যাঞ্চাইজি নোয়াখালী এক্সপ্রেস।
চলতি বিপিএলে এখন পর্যন্ত একেবারেই ভালো সময় যাচ্ছে না নোয়াখালীর। খেলা তিন ম্যাচের তিনটিতেই হেরেছে দলটি। টপ অর্ডারের নড়বড়ে পারফরম্যান্সে ভুগতে থাকা দলটি ওপেনিংয়ে শক্তি বাড়ানোর লক্ষ্যেই মুনিমকে দলে অন্তর্ভুক্ত করেছে।
দল পাওয়ার বিষয়টি নিশ্চিত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মুনিম শাহরিয়ার লেখেন,
‘আমার ওপর বিশ্বাস রাখার জন্য নোয়াখালী এক্সপ্রেসকে ধন্যবাদ।’
এর আগে ২০২২ সালের বিপিএলে ফরচুন বরিশালের হয়ে ছয় ম্যাচে ১৭৮ রান করে আলোচনায় আসেন মুনিম। ওই পারফরম্যান্সের সুবাদেই একই বছরের মার্চে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেক হয় তার। তবে আন্তর্জাতিক অঙ্গনে প্রত্যাশা অনুযায়ী নিজেকে মেলে ধরতে পারেননি এই ওপেনার। মাত্র পাঁচটি ম্যাচ খেলেই বাদ পড়েন জাতীয় দল থেকে।
এরপর থেকেই ক্যারিয়ারের কঠিন সময় পার করছেন মুনিম শাহরিয়ার। নতুন করে বিপিএলে সুযোগ পাওয়ায় নোয়াখালী এক্সপ্রেসের হয়ে নিজের সামর্থ্য প্রমাণের চ্যালেঞ্জ তার সামনে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।