মঙ্গলবার, ১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

উত্তরাঞ্চলে শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৭ জানুয়ারী ২০২২, ২২:২৬

উত্তরাঞ্চলে শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে

দেশে অব্যাহত থাকতে পারে উত্তরাঞ্চলে শৈত্যপ্রবাহ। এছাড়া সারা দেশে ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে রাতের তাপমাত্রা এবং ১-২ ডিগ্রি বাড়তে পারে দিনের তাপমাত্রা। রবিবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিস জানায়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। পরবর্তী দুদিনে আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে। সেই সাথে কুড়িগ্রাম ও পঞ্চগড় জেলায় মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে আরও কয়েক দিন। রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু এলাকায় শৈত্যপ্রবাহ বিস্তার লাভ করতে পারে।

এদিকে, ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৭, ময়মনসিংহে ১৩, চট্টগ্রামে ১৬ দশমিক ৫, সিলেটে ১২ দশমিক ৫, রাজশাহী ১১ দশমিক ৮, রংপুরে ১১ দশমিক ৭, খুলনায় ১৪ দমমিক ৩ এবং বরিশালে ১৩ সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

এনএফ৭১/এনজেএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top