রাশিয়াকে ধ্বংস করে দিচ্ছেন পুতিন

রাশিয়াকে ক্ষমা করবে না ইউক্রেন: জেলেনস্কি

রায়হান রাজীব | প্রকাশিত: ১ জানুয়ারী ২০২৩, ২৩:৪৮

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নতুন বছরের এক ভাষণে বলেছেন, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়াকে ধ্বংস করে দিচ্ছেন। বিশ্বের কেউ আপনাকে ক্ষমা করবে না। রুশ সেনাদের জন্য পুতিনের দেওয়া নতুন বছরের শুভেচ্ছা ভাষণের পরই এ কথা বলেন জেলেনস্কি।

রাশিয়ার জনগণের উদ্দেশে জেলেনস্কি বলেন, আপনারা মনে করছেন আপনাদের নেতা সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। না, তিনি তার সামরিক বাহিনীর পেছনে রয়েছেন। তিনি আপনার পেছনে লুকিয়ে আছেন, আপনার দেশ ও আপনার ভবিষ্যৎ পুড়িয়ে দিচ্ছেন।

তিনি বলেন, মস্কো শয়তানের সঙ্গে জোট করেছে। ইস্টার ও ক্রিসমাসেও হামলা চালিয়েছিল রাশিয়া। তারা নিজেদের খ্রিস্টান বলে কিন্তু তারা শয়তানের জন্য (কাজ করছে)। তারা শয়তানের জন্য এবং শয়তানের সঙ্গে আছে।

আরও পড়ুন>>>বাংলাদেশে করোনার নতুন উপধরন বিএফ ৭ শনাক্ত

নতুন বছর শুরুর কিছু সময় আগেও ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। রাজধানী কিয়েভসহ দেশটির বিভিন্ন শহরে অন্তত ২০টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়েছে মস্কো। ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেন কখনও রাশিয়াকে ক্ষমা করবে না।

ইউক্রেনের সামরিক বাহিনী দাবি করেছে, বেসামরিক গুরুত্বপূর্ণ স্থাপনা ও আবাসিক এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। শনিবারের এই হামলায় একজন বেসামরিক নিহত হয়েছেন। এতে বেশ কয়েকজন আহত হন।

নতুন বছরের ভাষণে রাশিয়ার অগ্রগতি প্রতিহত করার জন্য নিজ দেশের মানুষকে বিশেষভাবে ধন্যবাদ জানান তিনি। বলেন, যুদ্ধে আমরা একটি দল হিসেবে লড়ে যাচ্ছি। এমন প্রচেষ্টার জন্য সবার প্রশংসা করি।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top