মেসিকে প্রায় ১৫ কোটি টাকার ঘড়ি উপহার দিলেন অনন্ত আম্বানি
আন্তর্জাতিক ডেস্ক: | প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২৫, ১৬:২৯
ভারত সফরটি আর্জেন্টিনার ফুটবল তারকা লিওনেল মেসির জন্য স্মরণীয় হয়ে রইল। কলকাতা, হায়দরাবাদ, মুম্বাই হয়ে দিল্লিতে সফর শেষ করার কথা থাকলেও শেষ মুহূর্তে সফরের গন্তব্য বদলে গুজরাটের জামনগরের বনতারায় যান তিনি।
ধনকুবের মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানির আমন্ত্রণে এ সফরে গিয়েছিলেন মেসি। বনতারায় পুজো দেওয়া, সিংহের দর্শনসহ নানা কার্যক্রমে অংশ নেন তিনি। তবে সবচেয়ে আলোচিত হলো অনন্তের উপহার দেওয়া বিরল ঘড়ি।
অনন্ত আম্বানি মেসিকে দিয়েছেন রিচার্ড মিলির RM003-V2 GMT টুর্বিলিয়ন এশিয়া এডিশন ঘড়ি, যার বাজার দাম প্রায় ১২ লাখ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪.৫ কোটি টাকা)। বিশ্বে এই ঘড়ি মাত্র ১২টি রয়েছে।
মেসির ঘড়ি সংগ্রহশালাও কম নয়। তার কাছে রয়েছে রোলেক্স লে ম্যান্স (১৮ ক্যারেট সোনার), রোলেক্স GMT মাস্টার ২, অডেমার্স পিগেট রয়্যাল ওক ‘জাম্বো’ এক্সট্রা থিন, এবং বার্বি রোলেক্সসহ আরও বহু মহামূল্যবান ঘড়ি।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।