বৃহঃস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬, ১৬ মাঘ ১৪৩২

যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলাকে ফেরত দিয়েছে জব্দ করা সুপারট্যাংকার এমটি সোফিয়া

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২৯ জানুয়ারী ২০২৬, ১৪:১৭

সংগৃহীত

যুক্তরাষ্ট্র জব্দ করা পানামা-পতাকাবাহী সুপারট্যাংকার এমটি সোফিয়াকে ভেনেজুয়েলা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য নিশ্চিত করেছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড ও সামরিক বাহিনী যৌথভাবে সোফিয়াকে জব্দ করেছিল। ট্যাংকারটিতে তেল বহন করা হচ্ছিল এবং যুক্তরাষ্ট্র প্রশাসন জানায়, এটি একটি ‘রাষ্ট্রহীন ও নিষেধাজ্ঞাপ্রাপ্ত ডার্ক ফ্লিট ট্যাংকার’। তবে কেন ট্যাংকারটি ফেরত দেওয়া হয়েছে সে বিষয়ে কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।

যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড এবং ভেনেজুয়েলার যোগাযোগ মন্ত্রণালয়ও এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি। বর্তমানে ট্যাংকারে এখনও তেল রয়েছে কিনা তা জানা যায়নি।

বিশেষজ্ঞরা জানান, ভেনেজুয়েলার নিষিদ্ধ বা ‘শ্যাডো ফ্লিট’ ট্যাংকারের বেশিরভাগই ২০ বছরের বেশি পুরোনো। এ ধরনের জাহাজে নিরাপত্তা সনদ ও বিমার অভাব থাকায় দুর্ঘটনা বা তেল ছড়িয়ে পড়লে ক্ষতিপূরণ বা দায় নির্ধারণ করা কঠিন হয়ে পড়ে।

মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য ভেনেজুয়েলা লাতিন আমেরিকায় প্রধান কেন্দ্রবিন্দু হিসেবে বিবেচিত। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতা থেকে সরানোর জন্য যুক্তরাষ্ট্র প্রথমে কূটনৈতিক পথ অনুসরণ করলেও ব্যর্থ হয়। চলতি মাসের ৩ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলায় সেনা অভিযান চালানোর নির্দেশ দেন এবং ভেনেজুয়েলার তেল সম্পদ নিয়ন্ত্রণের পরিকল্পনার কথা জানান।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top