বুধবার, ৬ আগস্ট ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২

আবু সাঈদ হত্যার বিচার শুরু, ছাত্রজনতার চোখ এখন ট্রাইব্যুনালে, কাঠগড়ায় ৩০ জন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৬ আগষ্ট ২০২৫, ১৬:৪৭

ছবি: সংগৃহীত

এক বছরেরও বেশি সময় পেরিয়ে গেছে সেই দিনটির—যেদিন জুলাই আন্দোলনের প্রথম শহীদ হয়েছিলেন আবু সাঈদ। আর আজ, সেই হত্যার বিচার প্রক্রিয়া শুরু হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। ৬ আগস্ট, ট্রাইব্যুনালের তিন সদস্য বিশিষ্ট বেঞ্চ, বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে, ৩০ জন আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে বিচার শুরুর আদেশ দেয়।

এই ৩০ জনের মধ্যে আছেন রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায় এবং ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী আকাশ। তাদের আইনজীবীরা অব্যাহতি চাইলেও প্রসিকিউশন বলছে—এই হত্যার নির্দেশ এসেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচ্চপর্যায় থেকেই।

২০২৪ সালের ১৬ জুলাই—বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সংলগ্ন পার্ক মোড়ে পুলিশের গুলিতে নিহত হন ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ। তখন চলছিল কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সাঈদের রক্তে ভিজে গিয়েছিল মাটির রঙ, আর সেই মাটি থেকেই জন্ম নেয় ‘জুলাই গণঅভ্যুত্থান’।

আজ, সেই শহীদের বিচার শুরু হলো। তবে প্রশ্ন একটাই—এই বিচার কি সত্যিই শেষ হবে? নাকি আবারও ইতিহাস চাপা পড়ে যাবে অন্যায় আর প্রভাবশালীদের পায়ে? শহীদ আবু সাঈদের নামে শুধু বিচার নয়—প্রতিটা ছাত্র, প্রতিটা প্রতিবাদী কণ্ঠ চায় ন্যায়বিচার। এটাই তাদের প্রাপ্য, এটাই বাংলাদেশের কাছে ঋণ।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top