বুধবার, ২৭ আগস্ট ২০২৫, ১২ ভাদ্র ১৪৩২

এস এ পরিবহন অফিসে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

ফারহানা মির্জা | প্রকাশিত: ৯ অক্টোবর ২০২৩, ১০:৫১

ছবি : সংগৃহিত

রাজধানীর কাকরাইলের এস এ পরিবহনের অফিসে অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট। এ ছাড়াও ফায়ার সার্ভিসের সহায়তায় কাজ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর অগ্নি নির্বাপনী সাহায্যকরী দল।

সোমবার (৯ অক্টোবর) সকাল ১০টা ১০ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানান, ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম। তিনি বলেন, খবর পেয়ে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এরপর যোগ দেয় আরও ৪টি ইউনিট। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষনিক জানাতে পারেনি ফায়ার সার্ভিস। তিনি আরও বলেন, 'তদন্তের পরে কীভাবে আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।'





বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top