মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫, ২৮ শ্রাবণ ১৪৩২

সেনাবাহিনীর প্রতি আস্থা জানিয়ে হাসনাত বললেন, আপনাদের কাজ ক্যান্টনমেন্টে, সেখানেই থাকুন

রাজীব রায়হান | প্রকাশিত: ২২ মার্চ ২০২৫, ১৭:০৭

ছবি: সংগৃহীত

এই মুহূর্তে উত্তপ্ত দেশের রাজনীতি অঙ্গন। আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা নিয়ে জল ঘোলাও কম হচ্ছে না। এরইমধ্যে সেনাবাহিনীকে নিয়ে কড়া মন্তব্য করলেন হাসনাত আব্দুল্লাহ। 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের সংগঠক বলেছেন, আমাদের অবস্থান সেনাবাহিনীর বিরুদ্ধে নয়। তাদের প্রতি আমাদের পূর্ণ আস্থা ও সমর্থন রয়েছে। আমরা তাদের প্রতি শ্রদ্ধাশীল। আমরা বিশ্বাস করি তারা আমাদের সেই আস্থার প্রতিদান দেবে।

শনিবার (২২ মার্চ) শাহবাগে এক সমাবেশে জুলাই গণঅভ্যুত্থানের এই নেতা বলেন, পৃথিবীর কোথাও এমন নজির নেই, যেখানে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে পালিয়ে যাওয়া সরকারকে আবার নির্বাচনের সুযোগ দেওয়া হয়। আমরা কোনো নির্বাহী আদেশের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ চাই না। বরং তাদের করা গণহত্যা, গুম এবং অন্যান্য অপরাধের বিচার করেই নিষিদ্ধের দাবি জানাচ্ছি।

হাসনাত আব্দুল্লাহ বলেন, বাংলার মাটিতে কোনো আওয়ামী লীগকে পুনর্বাসন করা হবে না। ভারতীয় আধিপত্যবাদকে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না। আমরা কোনো প্রতিষ্ঠান বা সংস্থার বিপক্ষে নই, বরং আওয়ামী লীগ যে সকল প্রতিষ্ঠান ধ্বংস করেছে, সেগুলো পুনর্গঠনের পক্ষে।

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top