মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২

১২ লাখ রোহিঙ্গা মেহমানকে কী বললেন ড. ইউনূস, কেন এ প্রত্যাশা

রাজীব রায়হান | প্রকাশিত: ৩০ মার্চ ২০২৫, ১৩:৩২

ছবি: সংগৃহীত

১২ লাখ রোহিঙ্গা, যারা বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। তারা যেন আগামী ঈদ নিজেদের মাতৃভূমিতে উদযাপন করতে পারে, এমন প্রত্যাশার কথা জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস। রোববার সকালে নিজের ফেসবুক পেজে একটি ভিডিও বার্তার মাধ্যমে রোহিঙ্গাদের উদ্দেশ্যে ঈদের শুভেচ্ছা জানান প্রধান উপদেষ্টা।

তিনি রোহিঙ্গাদের ‘মেহমান’ হিসেবে পরিচয় করিয়েছেন। লিখেছেন— ‘আমাদের নিরাপদ ও আনন্দময় ঈদের মধ্যেও মনে রাখতে হবে, বিপদে পড়া ১২ লাখ মেহমান আমাদের দেশে আশ্রিত। আমরা দোয়া করি, তারা যেন আগামী ঈদ নিজেদের দেশে উদযাপন করতে পারে।’

এর আগে ১৪ মার্চ কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শিবিরে এক ইফতার মাহফিলে একই প্রত্যাশার কথা জানান ইউনূস। ওই অনুষ্ঠানে বাংলাদেশ সফররত জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসও উপস্থিত ছিলেন। সেখানেও ইউনূস রোহিঙ্গাদের দ্রুত মিয়ানমারে ফেরত পাঠানোর তাগিদ দেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top