হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের অবস্থান শনাক্ত: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্টাফ রিপোর্টার । ঢাকা | প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২৫, ১৪:৩১

ছবি: সংগৃহীত

বিপ্লবী শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সালের অবস্থান শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ফয়সালকে গ্রেপ্তারে অভিযান জোরদার করেছে এবং খুব শিগগিরই তাকে আইনের আওতায় আনা সম্ভব হবে।

উল্লেখ্য, রাজধানীতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি করে হত্যার ঘটনায় দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও নাগরিক সংগঠন দ্রুত বিচার ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে আসছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা আশ্বস্ত করে বলেন, তদন্ত সঠিক পথেই এগোচ্ছে এবং হত্যাকাণ্ডের পেছনে থাকা সব ব্যক্তি ও নেপথ্য শক্তিকে আইনের আওতায় আনা হবে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top