পুলিশ বলেছিল দুর্ঘটনা—তবু প্রশ্ন ফুরোয়নি কেন?
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২৫, ১২:২৮
মাত্র ১৯ বছর বয়স। ক্যারিয়ারের শিখর। আর এক রাতেই সব শেষ। দিব্যা ভারতী—কী হয়েছিল তাঁর মৃত্যুর আগের রাতে? নব্বইয়ের দশক। ‘বিশ্বত্মা’, ‘দিওয়ানা’, ‘সাত সমুন্দর পার’। এক বছরে ১২টির বেশি ছবিতে সই—এখনো রেকর্ড। বলিউডে তখন একটাই নাম—দিব্যা।
কিন্তু আলো ঝলমলের আড়ালে ছিল চাপ। গোপন বিয়ে। ধর্ম পরিবর্তনের গুঞ্জন। ক্যারিয়ার, সম্পর্ক, মানসিক টানাপোড়েন—সব একসঙ্গে।
৫ এপ্রিল। মুম্বাইয়ের ভার্সোভা। মদ্যপান। গল্প। জানালায় বসতে গিয়ে ভারসাম্য হারান। পাঁচতলা নিচে পড়ে যান দিব্যা। পুলিশ বলল—দুর্ঘটনা। মামলা বন্ধ। কিন্তু সাক্ষ্যে অসংগতি, রহস্যজনক মৃত্যু, অসমাপ্ত প্রশ্ন—তাই কি ৩২ বছর পরও দিব্যা ভারতী আমাদের তাড়া করে ফেরেন
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।