তারেক রহমানের ঐতিহাসিক প্রত্যাবর্তন: ফুলের মালায় রাজকীয় বরণ!
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২৫, ১২:৩৬
দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিন পর বাংলাদেশের আকাশে!—বিমানে বসেই আবেগঘন এই বার্তাটি যখন তারেক রহমান দিলেন, তখন পুরো দেশ অপেক্ষায় ছিল এক ঐতিহাসিক মুহূর্তের।
অবশেষে দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষ হলো। আজ বেলা পৌনে ১২টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সাথে আছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান।
বিমানবন্দরে ফুলের মালা দিয়ে তাকে বরণ করে নেন মির্জা ফখরুলসহ স্থায়ী কমিটির শীর্ষ নেতারা। এরপর তিনি সরাসরি রওনা হয়েছেন পূর্বাচলের ৩০০ ফিট এলাকার বিশাল সংবর্ধনা মঞ্চে। সেখানে অপেক্ষমাণ লাখো জনতার উদ্দেশ্যে দেবেন বিশেষ ভাষণ।
বক্তব্য শেষে তার গন্তব্য হবে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল। যেখানে চিকিৎসাধীন আছেন তার মা, বেগম খালেদা জিয়া। দীর্ঘ সময় পর মা-ছেলের সেই পুনর্মিলনী মুহূর্তের দিকে তাকিয়ে আছে পুরো দেশ। লন্ডন থেকে শুরু হওয়া এই দীর্ঘ যাত্রার সমাপ্তি হলো প্রিয় মাতৃভূমিতে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।