বৃহঃস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২

মাতৃভূমির মাটির ঘ্রাণ নিলেন তারেক রহমান

মাটি হাতে নিলেন তারেক রহমান: খালি পায়ে দাঁড়িয়ে কাটলো কিছুক্ষণ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২৫, ১২:৪৯

সংগৃহীত

দীর্ঘ ১৭ বছর পর প্রিয় জন্মভূমির মাটি স্পর্শ করলেন তারেক রহমান। কিন্তু বিমানবন্দরে নেমেই তিনি যা করলেন, তা দেখে আবেগাপ্লুত উপস্থিত সবাই।

বেলা ১২টা ৩৫ মিনিটে শাহজালাল বিমানবন্দরের ভিআইপি গেট দিয়ে বের হন তিনি। তবে গাড়িতে ওঠার আগে বিমানবন্দরের লাগোয়া বাগানে গিয়ে খালি পায়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন তারেক রহমান। পরম মমতায় একমুঠো মাটি হাতে তুলে নেন তিনি।

এরপর প্রিয় নেতাকে বরণ করতে আগে থেকেই প্রস্তুত রাখা হয়েছিল লাল-সবুজ রঙে সাজানো একটি বিশেষ বাস। বাসের সামনে দাঁড়িয়ে হাত নেড়ে উপস্থিত লাখো নেতা-কর্মীকে সালাম ও শুভেচ্ছা জানান তিনি। মুহুর্মুহু স্লোগানে তখন প্রকম্পিত পুরো বিমানবন্দর এলাকা।

কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তারেক রহমান এখন রওনা হয়েছেন পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় আয়োজিত বিশাল গণসংবর্ধনা মঞ্চের দিকে। বিমানবন্দর থেকে সভাস্থল পর্যন্ত পুরো রাস্তার দুই পাশেই অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েক হাজার সদস্য।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top